অর্ণব দাস, বারাসত: নিজের নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ। দোষী সাব্যস্ত করে বাবাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। সাজা প্রাপকের নাম মনোজিৎ মল্লিক (৪২)। তাঁর বাড়ি নিউটাউন থানা এলাকায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসের শেষের দিকে মনোজিতের স্ত্রী নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তিনি কাজে গেলেই বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজের বছর বারোর মেয়েকে ধর্ষণ করত গুণধর। কাউকে যাতে কিছু না জানায় তার জন্য লাগাতার হুমকিও দেওয়া হত। লাগাতার এই নির্যাতন সহ্য করতে না পেরে নাবালিকা তাঁর মাকে জানালে পুলিশের দ্বারস্থ হন তিনি। তৎক্ষণাৎ মনোজিতকে গ্রেপ্তার করে পুলিশ।
তিন বছরের বেশি এই মামলা চলার পর গত শুক্রবার অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তাঁর সাজা ঘোষণা হয়। মামলার সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন, “১০জন সাক্ষী ও প্রমানের ভিত্তিতে দোষীর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড-সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ২ বছর জেল হবে। সঙ্গে দোষীর আরও তিন বছর অতিরিক্ত সাজা ঘোষণা করেছেন বিচারক। সবকটি সাজাই একসঙ্গে চলবে।”