• নাবালিকাকে আটকে রেখে লাগাতার গণধর্ষণ, শেষপর্যন্ত খুন, একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত ...
    আজকাল | ১১ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গণধর্ষণ করে নাবালিকাকে খুন। তিন দোষীকে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা  আদালতের বিশেষ পকসো কোর্ট এই নির্দেশ দেয়। দোষীরা রহমান আলি, জমিরুল হক ও তমিরুল হক বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুন: পিছলো আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে শুভাংশুদের ঘরে ফেরা! আচমকা কী হল?

    রায় ঘোষণার পর সহকারী সরকারি আইনজীবী দেবাশিষ দত্ত জানান, 'এই তিনজন নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে। হোটেল ও বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। শেষপর্যন্ত নদীর পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুনের পর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। পাঁচ বছরের কারাদণ্ডাদেশের সঙ্গে ধৃতদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল।' 

    জানা গিয়েছে, ২০২০ সালের আগষ্ট মাসে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটেছিল।‌ মোবাইলে মিসড কলের মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দোষী এক যুবকের। সম্পর্ক গড়ায় প্রেমে। ফোন করে তাকে ডেকে এনে অপহরণ করে দোষীরা। এরপর প্রায় দশদিন তাকে আটকে রেখে ধর্ষণ করে নাবালিকাকে খুন করে তারা। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা এতদিন জেল হেফাজতে ছিল।
  • Link to this news (আজকাল)