• Breaking News Live: প্রয়াত প্রখ্যাত তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
    এই সময় | ১৩ জুলাই ২০২৫
  • প্রাক্তন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, মীনাক্ষী জৈন, উজ্জ্বল নিকম এবং সি সদানন্দন মাস্টারকে রাজ্যসভার জন্য মনোনীত করল বিজেপি।

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক ‘বিগ বস ১৬’ খ্যাত আবদু রোজিক। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। শনিবার সন্ধ্যায় আটক করা হয় তাঁকে। ‘ছোটা ভাইজান’-র ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যেই ‘খালিজ টাইমস’-র কাছে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী চুরি করেছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়।

    প্রয়াত প্রখ্যাত তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। বয়স হয়েছিল ৮৩ বছর। হায়দরাবাদে জুবিলি হিলসের বাড়ি শনিবার রাতে প্রয়াত হন তিনি। ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কোটা শ্রীনিবাস রাও। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়কও।

    রবিবার ভোরে তিরুভাল্লুরের কাছে একটি মালবাহী ট্রেনের অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, ৪৫টি ট্যাঙ্কারে অপরিশোধিত তেল বহনকারী মালবাহী ট্রেনটি চেন্নাইয়ের এন্নোর ছেড়ে মুম্বইয়ে যাচ্ছিল। রবিবার ভোর ৫টা নাগাদ তিরুভাল্লুরের কাছে এগাত্তুর এলাকায় ট্রেনটি আসার পরেই আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাই-আরাককোনাম রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

    আইআইএম জোকার বয়েজ় হস্টেলে একজন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রের বিরুদ্ধে। তবে নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, মেয়ের উপরে কোনও অত্যাচার হয়নি। কেউ খারাপ ব্যবহারও করেনি। বিচারক অভিযুক্ত ছাত্রকে আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এ বার তদন্তে আর কী কী বেরিয়ে আসে সেটাই দেখার।

    টানা বৃষ্টির রেশ কাটতে না–কাটতে ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। আজ থেকে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

  • Link to this news (এই সময়)