• খাবারের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ! বর্ধমান মেডিক্যালে ভর্তি নির্যাতিতা
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকায় বছর চারের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। এলাকার যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    বৃহস্পতিবার রাতে এলাকারই এক যুবক শিশুকন্যাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওরকমে বাড়ি ফিরে আসে শিশুটি। নির্যাতনের জেরে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে তাকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন সে। থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

    বিরোধীদের দাবি, অভিযুক্ত যুবক রায়না ২ ব্লকের তৃণমূল সভাপতি খমিলউদ্দিন ওরফে বাপ্পার ঘনিষ্ঠ। এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন খমিলউদ্দিন। তিনি জানিয়েছেন, “যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। শিশুটির সঙ্গে যা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা নেই। আমি খবর পাওয়ার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়েছি। যুবকের গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করেছি। এই ঘটনার বিরুদ্ধে আমাদের সবার রুখে দাঁড়ানো উচিত।” অভিযুক্তের ফাঁসি দাবি করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)