প্রেমিকের সঙ্গে ঝগড়া! অভিমানে ইনস্টাগ্রাম লাইভে ‘আত্মঘাতী’ ছাত্রী
প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে অশান্তির জের। ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পুলিশ। ঠিক কেন চরম সিদ্ধান্ত? জানতে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বাসিন্দা ওই ছাত্রী। খাকুড়দার একটি বেসরকারি কলেজে ডিএলএড পড়ছিলেন তিনি। এদিন ইনস্টাগ্রাম লাইভ করেন তিনি। সেখানেই কান্নায় ভেঙে পড়েন। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের কথা বলতে বলতে আত্মহত্যার সিদ্ধান্তের কথাও জানান ছাত্রী। ততক্ষণে লাইভে বহু মানুষ। বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা সবটা শুনলেও বিষয়টাকে ততটা গুরুত্ব দেননি। এক পর্যায়ে গলায় ফাঁস দিয়ে দেন তিনি। তখনই আশেপাশের যারা দেখছিলেন তাঁরা ছুটে যান ছাত্রীর বাড়িতে।
কিন্তু ততক্ষণে সব শেষে। প্রতিবেশীরা গিয়ে মৃত অবস্থায় দেখতে পান ছাত্রীকে। খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, কেন এই আত্মহত্যা? সত্যিই কি প্রেমিকের সঙ্গে সামান্য ঝামেলার কারণেই চরম সিদ্ধান্ত? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে প্রেমিকের ভূমিকাও। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।