বাংলায় থেকে বাংলার বিরুদ্ধাচার! চিরকাল বহিরাগত থাকবে বিজেপি, তোপ দাগল তৃণমূল মহিলা কংগ্রেস
বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি নেতারা বাংলায় থাকছেন। বাংলার মাটিতে রাজনীতি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছেন তাঁরা। ভোটে দাঁড়িয়ে নির্বাচিতও হয়ে যাচ্ছেন কোনও কোনও ক্ষেত্রে। তাঁরাই আবার বাংলার মানুষের বিরুদ্ধে কথা বলছেন! বাংলাভাষীদের হেনস্তা করছেন তাঁরা। প্রাপ্য অর্থ তাঁরা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন। তাঁরাই তো বহিরাগত। এমনটাই দাবি করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা একযোগে দাবি করেছেন, যেভাবে বাংলার বিরুদ্ধে কথা বলছে বিজেপি তাতে ওরা চিরকাল বহিরাগত থেকে যাবে। ভোটবাক্সে বাংলার মানুষ ওদের শাস্তি দেবেই।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ কর্মসূচি শুরু করেছেন। তাঁর নির্দেশ মতো তৃণমূলের শাখা সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। তার অঙ্গ হিসেবে তৃণমূল মহিলা শাখা শনি ও রবিবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে দু’দিনব্যাপী ধর্না কর্মসূচি পালন করে। পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানারের মাধ্যমে বাংলাভাষীদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হয়। আবার ঢাক বাজিয়ে কাঁসর, ঘণ্টা, শঙ্খ-উলুধ্বনি এবং পাঁচালি পড়ে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূলের মহিলা ব্রিগেড। আওয়াজ তোলা হয়, ‘তৃণমূলের দর্শন বাংলা বিরোধীদের বিসর্জন’।