• বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘বাধা’ স্ত্রী, রাগে কান টেনে ছিঁড়ে নিল স্বামী!
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বধূ। সেই রাগে স্ত্রীর কান টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই মহিলা। তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম ছবি দেবনাথ। তাঁর স্বামী টিঙ্কু দেবনাথ। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা তাঁরা। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। অভাব নিত্যসঙ্গী হলেও সংসারে সুখ-শান্তির অভাব ছিল না। অভিযোগ, সম্প্রতি টিঙ্কু প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই শুরু হয় দাম্পত্য কলহ। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা বাঁধে।

    এক পর্যায়ে তা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময়ই নাকি টিঙ্কু স্ত্রী ছবির কান টেনে ছিঁড়ে নেন। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে যায়। এরপর বধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে মহিলা স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের খোঁজে পুলিশ। গুণধর স্বামীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বধূ। 
  • Link to this news (প্রতিদিন)