• প্রেমিক যখন বোমারু! কিভাবে আইইডি তৈরি করেন সচ্চিদানন্দ, কোথায় পেয়েছিলেন বিস্ফোরক
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর:  সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল প্রেমিকা। তাই উত্তরপ্রদেশের যুবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল সে। মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে জিজ্ঞাসাবাদে প্রেমিকা গৃহবধূর থেকে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এর থেকেই ভাঙা হৃদয়ে আইটিআই পাশ পড়ুয়া সচ্চিদানন্দ মিশ্র ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডির মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে প্রাক্তনী ও তার স্বামীকে একসঙ্গে উড়িয়ে দেওয়ার তত্ত্ব আরও জোরালো হচ্ছে।

    তবে মৃত যুবক বিস্ফোরক কথা থেকে পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত খোলা বাজারে পাওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে আরও গভীরে পৌঁছতে এবং তদন্তের জন্য এসটিএফ মৃত যুবকের বাসস্থান উত্তরপ্রদেশের বস্তি জেলায় ও কর্মস্থল হরিয়ানার বাহাদুরগড়ে পৌঁছেছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর প্রেমিকা নীলিমা ও তাঁর স্বামী শফিকুল গাজীকে ছেড়েও দিয়েছেন তদন্তকারীরা।

    প্রসঙ্গত, সমাজমাধ্যমে পরিচয় হয়ে উত্তরপ্রদেশের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মধ্যমগ্রাম পুরসভার ৫নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা গৃহবধূ। সেই টানেই প্রথমে মাস পাঁচেক আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে মধ্যমগ্রাম এসেছিল সচ্চিদানন্দ। এনিয়ে শফিকুল ও নীলিমার মধ্যে তুমুল অশান্তি হয়। এরপর ফের দু’মাস আগে সচ্চিদানন্দর মধ্যমগ্রাম এলে ফের অশান্তি বাধে। তখন দাসপাড়ার বাড়িতে সচ্চিদানন্দকে দু’দিন রেখে মীমাংসা করিয়ে উপহার হিসেবে জামা জুতো কিনে দিয়ে ফেরত পাঠিয়েছিল গৃহবধূর ননদ।

    এরপর থেকেই সচ্চিদানন্দর সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করে গৃহবধূ। পুলিশকে সে জানিয়েছে, বিভিন্ন সময় সচ্চিদানন্দ তাঁকে বিরক্ত করত। স্বামী এনিয়ে তাঁকে বুঝিয়েছিল। তাই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে। কিন্তু যুবক মানছিল না। বারবার ফোন করত। উল্লেখ্য, সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাওয়ার আঁচ পেরেছিল যোগী রাজ্যের যুবক। তাই তৃতীয়বার মধ্যমগ্রামে এসে হামলা চালাবে বলে সে ঠিক করে। এনিয়ে গৃহবধূ ননদ আগাম অশান্তির আশঙ্কাও প্রকাশ করেছিল।

    কিন্তু হামলা চালানোর আগেই রবিবার মাঝরাতে মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুল লাগোয়া রবীন্দ্র মুক্ত মঞ্চের চেয়ারে বসে সেই আইইডি নিয়ে নাড়াচাড়া করার সময় অসাবধানতা বসত বা ডিভাইসের ভুল ব্যবহারে বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর।
  • Link to this news (প্রতিদিন)