স্ত্রীর হৃদপিণ্ড কেটে ব্যাগে করে নিয়ে ঘুরছে স্বামী! চাঞ্চল্য ময়নাগুড়িতে
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: স্ত্রীর হৃদপিণ্ড কেটে ব্যাগে করে নিয়ে গ্রামের বাড়িতে হাজির স্বামী, ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায়। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে রমেশ রায় নামের এক ব্যক্তি তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অন্য একটি বাড়িতে যায়। তখন তার এক হাতে দাঁ এবং অপর হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকেই রক্ত গরিয়ে পড়ছিল এবং হৃদপিণ্ড ছিল বলে দাবি সেই বাড়ির এক মহিলার। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দা ও রমেশের প্রতিবেশীদের খবর দেওয়া হয়। তখনই পালিয়ে যায় রমেশ।সেই খবর পেয়ে এলাকার এক বাসিন্দা রমেশের বাড়ি গিয়ে প্রচুর রক্ত দেখতে পায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গলাকাটা অবস্থায় ঘর থেকে উদ্ধার হয় রমেশের স্ত্রী দিপালি রায়ের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রমেশের খোঁজ চলছে বলে পুলিস জানিয়েছে। সে মানসিক রোগী বলে দাবি এলাকার বেশ কিছু বাসিন্দাদের।