• খুনের পর স্ত্রীর কলিজা নিয়ে ঘুরল স্বামী! হাড়হিম কাণ্ড জলপাইগুড়িতে
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করেই থামেনি স্বামী! কলিজা হাতে এলাকায় রীতিমতো ঘুরে বেরাল গুণধর। এই হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যঙকান্দি এলাকায়। দেহাংশ ও মৃতার স্বামীর সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকার বাসিন্দা ছিলেন দিপালী রায়। স্বামী রমেশ রায়ের সঙ্গে থাকতেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন হাতে রক্তমাখা কলিজা নিয়ে ঘুরছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর স্ত্রীর দেহ টুকরো করে গুণধর। তারপর কলিজা বের করে নিয়ে ঘোরাফেরা করে এলাকায়।

    স্থানীয় সূত্রে খবর, পুলিশ দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে দেহের সমস্ত টুকরো এখনও পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি কেন এই নৃশংসতা, তা-ও জানার চেষ্টায় তদন্তকারীরা। দম্পতির মধ্যে কোনও সমস্যা ছিল কি না, তাঁদের সম্পর্ক কেমন ছিল, জানতে মৃতার পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।  
  • Link to this news (প্রতিদিন)