• রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, এই ৫ পথ দিয়ে করুন গঙ্গা পারাপার
    আজ তক | ২৩ আগস্ট ২০২৫
  • রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে শনিবার। জানানো হায়াছ, নাগরিকদের সুরক্ষা এবং সুবিধার্থে সংস্কার করতে বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মূলত দ্বিতীয় হুগলি নিজের হোল্ডিং ডাউন ফেরন এবং বিয়ারিংয়ের মেরামত করা হব্যে অ্যার সেই কারাণ সাঁতরাগাছি বসে টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিদ ওঠানামা করানো হবে। এজন্য রবিবার তোর ওটা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে এই সেতুতে।

    সেক্ষেত্রে কোন বিকল্প রাস্তা ব্যবহার করবেন?
  • Link to this news (আজ তক)