• মিষ্টির দোকানে প্রকাশ্যে নাবালিকাকে চুমু-স্তনে হাত, উত্তরপাড়ার ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে ফুঁসছে নেটপাড়া...
    আজকাল | ২৬ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নাতনিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় মিষ্টি কিনতে ঢুকেছিলেন বৃদ্ধা। কিন্তু সেই মিষ্টির দোকানেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’বছরের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলেন এক বৃদ্ধা। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, সেই সময় সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যাক্তি নাবালিকাকে দেখে দোকানে ঢুকে পড়েন। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে খারাপ স্পর্শ করতে থাকে বলে অভিযোগ। জানা গিয়েছে, এক প্রকার জোর করেই ওই ব্যক্তি নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। স্পষ্টতই, নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যাক্তি একই ভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে বলে অভিযোগ উঠেছে।

    মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনাই ধরা পড়েছে। উত্তরপাড়ার বাসিন্দা শ্বেতা চক্রবর্তী সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তার ফেসবুক থেকে শেয়ার করেন। তাঁর অভিযোগ, এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, ‘আইন আছে পুলিশ আছে তাও এক ধরনের মানুষ এই ধরনের অপরাধ করে চলেছে। জানা গিয়েছে, উত্তরপাড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। আমরা চাই অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, দোষীর শাস্তি হোক’। উত্তরপাড়ার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, ‘প্রশাসনের উচিত দোষীর কঠোরতম শাস্তির সাজা দেওয়া। না হলে এগুলো বেড়েই চলবে’। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, ‘যে এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট। শুক্রবার অর্থাৎ গত ২২ আগস্ট ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটজে খতিয়ে দেখেএদিন গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম বিকাশ অশোপা। অভিযুক্ত, নিউ স্টেশন রোড ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা। উত্তরপাড়ার একটি মিস্টির দোকানে ন'বছরের ওই ছাত্রীকে প্রকাশ্যে খারাপ স্পর্শে শ্লীলতাহানি করে অভিযুক্ত। মিষ্টির দোকানে থাকা সিসিটিভিতে তা ধরা পরে। সেই ফুটেজ ভাইরাল হতেই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে উত্তরপাড়া থানার পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
  • Link to this news (আজকাল)