• গণেশ পুজোয় তৃতীয় লিঙ্গের প্রতিনিধির সঙ্গে অশ্লীল নাচ! ভাইরাল ভিডিও বিতর্কে কী সাফাই কাউন্সিলরের?
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: গণেশ পুজোয় তৃতীয়লিঙ্গের সঙ্গে উদ্দাম নাচ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে তুঙ্গে চর্চা। যদিও ওই কাউন্সিলরের দাবি, এই ভিডিও বছর ২০ পুরনো। কালিমালিপ্ত করতেই এখন তা ভাইরাল করা হয়েছে।

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকার। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর একটা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হালকা বেগুনি পাঞ্জাবি পরে রাজেন্দ্র সোনকার। আরও বেশ কয়েকজন যুবক রয়েছেন সেখানে। সেই সঙ্গে রয়েছেন তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন। চলছে উদ্দাম নাচ। রীতিমতো অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতে দেখা যায় কাউন্সিলরকে। সঙ্গে থাকা যুবকদের হাতে দেখা যায় টাকা! বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিও। দাবি, ভিডিওটি চলতি বছরের গণেশ পুজোর।

    বিতর্কের মাঝেই ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকার। তিনি দাবি করেছেন, ভিডিওটি ২০০৪ সালের। ভোটের মুখে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। সেই কারণেই পুরনো ভিডিও হঠাৎ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। যদিও কাউন্সিলরের দাবি ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় বিজেপি নেতাদের। তাঁদের কথায়, “এটাই তৃণমূলের স্বভাব।”
  • Link to this news (প্রতিদিন)