• মেলা দেখানোর প্রলোভন, আলিপুরদুয়ারে নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার দুই
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার:  মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার নির্যাতিতার দুই বন্ধু। ধৃত দুই বন্ধুর নাম দেবাশিস দাস ও ইন্দ্রজিত সরকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এদিন নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে ওই নাবালিকা। জানা গিয়েছে, আপাতত কোচবিহারের একটি হোমে পাঠানো হয়েছে তাঁকে।

    পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। শ্রাবণী মেলা দেখানোর নাম করে ধৃত দু’জন ওই নাবালিকাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানে রাতভর তাঁর উপর চলে অকথ্য অত্যাচার। রবিবার সকালে অসুস্থ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে। এরপর রবিবারই কামাখ্যাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দেবাশিস দাস ও ইন্দ্রজিত সরকারকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ধৃত দুজনকেও আদালতে তোলে পুলিশ।

    জনা গিয়েছে, ধৃত দুজনেই কামাখ্যাগুড়ি এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন অসীম বোস জানিয়েছেন, ”ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। কাউন্সেলিং প্রয়োজন। আপাতত হোমে রাখা হয়েছে।” একই সঙ্গে ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অসীমবাবু। জানিয়েছেন, ”ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছি।” 
  • Link to this news (প্রতিদিন)