• দিনরাত রিলস বানায় স্ত্রী, রাগের চোটে ঘুমের মধ্যেই খুন করলেন স্বামী!
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ভালোবাসতেন ইনস্টাগ্রামে রিলস বানাতে। তিরিশ বছরের যুবতীর হাজার ছয়েকের বেশি ফলোয়ারও ছিল। কিন্তু স্ত্রীর এভাবে রিলস বানানোয় আপত্তি ছিল স্বামীর। অভিযোগ, এরপর তিনি রাগের বশে স্ত্রীকে খুন করেছেন। এবং নিজেও আত্মহননের চেষ্টা করেন। দিল্লির নজফগড়ে চাঞ্চল্য ঘনাল এমন ঘটনায়। অভিযুক্ত আমন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

    পুলিশ জানিয়েছে, গত সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি ফোন আসে নজফগড় থানায়। যা থেকে জানা যায় এক মহিলা খুন হয়েছেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় মহিলার দেহের পাশেই সিলিং থেকে ঝুলছেন তাঁর স্বামী আমন। দ্রুত তাঁকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলছে। তদন্তকারীদের দাবি, আমন স্ত্রীকে ঘুমের মধ্যেই গলা টিপে খুন করেন। তারপর নিজেও বিষ খেয়ে গলায় দড়ি দেন।

    কিন্তু কেন এমন করতে গেলেন আমন? তাঁর পরিবারের দাবি, পেশায় ই-রিকশা চালক আমনের সঙ্গে প্রায়ই ঝগড়া হত তাঁর স্ত্রীর। সবটাই মূলত ইনস্টাগ্রামে রিলস বানানো নিয়ে। এছাড়াও দিনরাত স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপেও সক্রিয় থাকতেন তিনি। যা একেবারেই নাপসন্দ ছিল আমনের। দাবি, এরপরই তিনি খুন করেন স্ত্রীকে। জানা গিয়েছে, ওই দম্পতির দুই সন্তান রয়েছে। আমনের জ্ঞান ফিরলে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)