• বিহারের বিমানবন্দরের অবিশ্বাস্য ঘটনা! প্রস্রাব করে আস্ত একটা প্লেন 'রুখে' দিল বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়...
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি যাত্রীবাহী বিমানের সক্রিয় রানওয়ের একেবারে পাশে এক বৃদ্ধকে প্রস্রাব করতে দেখা যায়। এই দৃশ্যটি ককপিট থেকে উপস্থিত পাইলট নিজেই বিমান দাঁড় করিয়ে ক্যামেরাবন্দি করেন, আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

    ঘটনার ভিডিওতে দেখা যায়, ঐ ব্যক্তি সাদা কুর্তা-পাজামা পরে বিমানটির থেকে কয়েক মিটার দূরত্বে রানওয়ের পাশের ঘাসের জমিতে বসে আছেন। বিমান ওঠানামার মতো অত্যন্ত সংবেদনশীল জায়গায় এভাবে প্রবেশ করা নিরাপত্তার একাধিক স্তর ভেদ করে যাওয়ার সমতুল্য। বিশেষজ্ঞদের মতে, রানওয়ের পাশের এলাকা কঠোরভাবে সীমাবদ্ধ থাকে এবং সেখানে সাধারণ যাত্রী বা বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এধরনের প্রবেশ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকর প্রকাশ করে।

    দারভাঙ্গা বিমানবন্দরের নিরাপত্তা পরিধি ঘিরে রয়েছে বহিস্তরীয় সুরক্ষা—পরিমিত বেষ্টনী, নজরদারি ক্যামেরা ও নিয়মিত টহল। তার মধ্যেও কীভাবে এক সাধারণ ব্যক্তি এতটা ভেতরে ঢুকে বিমানের ঠিক পাশে পৌঁছোলেন, তা নিয়ে এখনই প্রশ্ন উঠেছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, “মেরা দেশ বদল রহা হ্যায়, আগে বর রহা হ্যায়। বিহারিরা সবসময় অবাক করে।” আরেকজন লিখেছেন, “এক বিহারি সও বিমারি।” তবে অনেকেই বৃদ্ধের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

    একজন মন্তব্য করেছেন, “এতে হাসির কিছু নেই। বৃদ্ধ হয়তো প্রাকৃতিক প্রয়োজন সামলাতে পারেননি। পাইলটের মজা করার জন্য বরং তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।” অনেকে এমনকি সিভিল এভিয়েশন মন্ত্রককে ট্যাগ করে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন।ঘটনাটি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অনধিকার প্রবেশ ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে এবং এ নিয়ে তদন্ত শুরু হওয়া উচিত। এই ঘটনা শুধুমাত্র এক বৃদ্ধের অসুবিধাই নয়, বরং ভারতের আঞ্চলিক বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর, সেই প্রশ্নও নতুন করে সামনে এনে দিয়েছে।

    এদিকে ঘটনার জেরে বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। প্রাথমিকভাবে নিরাপত্তা কর্মীদের গাফিলতি নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। CISF এবং স্থানীয় পুলিশ যৌথভাবে ওই বৃদ্ধ কীভাবে পরিধি ভেদ করে রানওয়ের এতটা কাছে পৌঁছালেন, তা খতিয়ে দেখছে। একইসঙ্গে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক এক বৃদ্ধের ভুল পদক্ষেপ নয়, বরং এর মধ্যে বড়সড় দুর্ঘটনার ঝুঁকি লুকিয়ে রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে আরও শক্তিশালী নজরদারি ব্যবস্থার দাবি উঠছে।
  • Link to this news (আজকাল)