‘সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান’, অপারেশন সিঁদুরের নতুন ভিডিও পোস্ট করে বার্তা সেনার
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর পেরিয়ে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। ফের একবার সেই অভিযানের মুহূর্তের নতুন একটি ভিডিও প্রকাশ্যে আনল ভারতীয় সেনা। পাশাপাশি, সেনার তরফে বার্তা দেওয়া হয়েছে, “সন্ত্রাসবাদকে নির্মূল না করা পর্যন্ত ভারত থামবে না।”
বুধবার সেনার নরদান কমান্ডারের এক্স হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের নতুন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, বৈসরন উপত্যকার ছবি। তারপর সেনার তৎপরতা থেকে শুরু প্রধানমন্ত্রীর বৈঠকের দৃশ্য এবং সর্বশেষে অপারেশন সিঁদুরের একাধিক মুহূর্ত ভিডিওটিতে ভেসে উঠেছে। সেই সঙ্গে লেখা, ‘পহেলগাঁও হামলায় জড়িত অপরাধীদের নির্মূল করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অভিযান চলতেই থাকবে।’
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।