• বর্ধমানে পার্টি অফিসে তরুণীকে গণধর্ষণের চেষ্টা! সোশাল মিডিয়ায় সরব নিগৃহীতা, গ্রেপ্তার ৩
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: তৃণমূলের পার্টি অফিসে ডেকে তরুণীকে গণধর্ষণের চেষ্টা! সোশাল মিডিয়ায় সরব নিগৃহীতা। থানায় অভিযোগ দায়ের হতেই তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বর্ধমানের রসিকপুরে। অভিযোগ প্রমাণিত হলে ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

    দিন দুয়েক আগে সোশাল মিডিয়ায় একটি লাইভ করেন বর্ধমানের এক তরুণী। সেখানে রীতিমতো বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, বর্ধমান শহরের রসিকপুরে তৃণমূলের কার্যালয়ে ডাকা হয়েছিল তাঁকে। সেখানেই তাঁকে গণধর্ষণের চেষ্টা করা হয়। কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এরপরই বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

    প্রথমে কী করবেন তা বুঝতে পারেননি তরুণী। পরদিন থানার দ্বারস্থ হন নিগৃহীতা। লিখিত অভিযোগের ভিত্তিতে আলি তফাদার, সোনা তফাদার ও ভিকি তোফাদার নামে তিনজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতারা বলেন, “বিষয়টা শুনেছি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ধৃতদের শাস্তির দাবি জানাচ্ছি।” এপ্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, “ধর্ষণের চেষ্টার মামলা হওয়ায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)