• চলন্ত ট্রেনের সিটে বসেই চুমু যুগলের, সহযাত্রীদের পাত্তা না দিয়েই অন্তরঙ্গ মুহূর্ত যাপন! লজ্জায় মাথা নিচু সকলের
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলে নিত্যদিন লক্ষ লক্ষ মানুষ যাত্রা করেন। কেউ কাজের সূত্রে, কেউ প্রয়োজনে, কেউ বা হাওয়া বদল করে। খুদে শিশু থেকে বয়স্করাও থাকেন যাত্রীদের তালিকায়। ট্রেনের যাত্রায় নানা ধরনের ঘটনাতেও সাক্ষী থাকেন তাঁরা। সম্প্রতি এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলেন কয়েকজন যাত্রী। 

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে দেখা গেছে, এক যুগল সহযাত্রীদের তোয়াক্কা না করেই অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে ব্যস্ত। ট্রেনটি দূরপাল্লার। সেই চলন্ত ট্রেনের নীচের সিটে বসেছিল যুগল। আশেপাশেও ছিলেন বহু যাত্রী। 

    সকলের মাঝে যুগলকে গভীর চুম্বনে ডুবে যেতে দেখা যায়। এমনকী শরীরের নানা অংশে আঙুলের ছোঁয়ায় দুজনকেই উত্তেজিত হয়ে উঠতে দেখা গেছে। পাশাপাশি বসে, জড়িয়ে ধরে যৌনতায় মেতে ওঠে যুগল। এদিকে সহপাঠীদের নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই। সকলেই যে যুগলের কাণ্ডে লজ্জিত, তা ঘিরেও বিশেষ মাথা ঘামাননি তাঁরা। 

    ভিডিওটি এক সহযাত্রী লুকিয়ে ক্যামেরাবন্দি করেন। সেটিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'এটা তো চলন্ত ট্রেন, বাড়ির বেডরুম নয়!' আবার একজন লিখেছেন, 'অত্যন্ত অশালীন। সহযাত্রীদের লজ্জিত করা কোনও কাজের কথা নয়।' কেউ একজন লিখেছেন, 'এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। কোনও শালীনতা বোধ নেই।' অন্যদিকে অনেকেই জানিয়েছেন, 'চুমু খাওয়া তো পাপ নয়। ভালবাসাবাসিতে ডুবে রয়েছেন, খুন তো করছেন না। ট্রেন হোক বা জনসমক্ষে ঘনিষ্ঠ হলে, তা দোষের নয়। তা নিয়ে অযথা সমালোচনা করাও উচিত নয়।' 

    প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এমন এক ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেবারেও

    চলন্ত ট্রেনের কামরায় বসে যৌনতায় মত্ত ছিল এক যুগল। লজ্জা, ভয় সরিয়ে গভীরে চুম্বনে ডুবে তাঁরা। যখন যৌনতায় মত্ত প্রেমিক যুগল, তখন বিষয়টি ঘিরে রীতিমতো অস্বস্তিতে সহযাত্রীরা। কেউ কেউ আবার চোখ ঢেকে বসে থাকলেন ওই কামরাতেই। 

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, নীচের সিটে পাশাপাশি বসে রয়েছে যুগল। আচমকা প্রেমিকার হাত ধরে কাছে টেনে নেন যুবক। তারপর সকলের মাঝে বসেই প্রেমিকার ঠোঁটে চুমু খান। জড়িয়ে ধরেও বসেছিলেন সারাক্ষণ। দু'জনের কীর্তি দেখে অস্বস্তিতে পড়েন ওই কামরার যাত্রীরা। যদিও কেউই তাঁদের কটু কথা বলেননি। 

    কিন্তু ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের কামরায় লোকজনের সামনেই যৌনতায় মত্ত তাঁরা। এদিকে সহযাত্রীরা যখন অস্বস্তিতে, তখন উপরের সিটে বসে একজন সেই মুহূর্তের ভিডিও তোলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। কোন ট্রেনে এই ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে দূরপাল্লার কোনও ট্রেন বলেই ধারণা সকলের। 

    রেলের আইন অনুযায়ী, অশ্লীল কোনও আচরণের অভিযোগ থাকলে জিআরপি, আরপিএফ যে কারও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। ভিডিওটি দেখে যুগলের তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরাও। 
  • Link to this news (আজকাল)