শ্রীরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু! নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি?
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্যকলহ উঠেছিল চরমে। প্রতিদিন অশান্তি টের পেতেন প্রতিবেশীরা। তারই মাঝে ভয়ংকর কাণ্ড। ঘর থেকে উদ্ধার হল বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চা়ঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃতের নাম মনোজ চক্রবর্তী। বয়স ৪৫ বছর। শ্রীরামপুরের ২০ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন তিনি। কাজ করতেন উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে। বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার ছিল মনোজের। সূত্রের খবর, এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। তা জানাজানি হওয়ায় দাম্পত্য কলহ চরমে ওঠে। এরই মাঝে মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় মনোজের ঝুলন্ত দেহ। মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী বলেন, “এক মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অনেক তথ্য প্রমান আমার কাছে আছে। ও ছেলেকেও মারধর করত। মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও শোনেনি।”
মৃতের এক প্রতিবেশী বলেন, “আমার বাড়িতে ছেলেকে রেখে গিয়েছিল। গতকাল রাতেও আমার কাছেই ছিল। তবে বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হত এক মহিলাকে নিয়ে। গতকালও হয়। বাসনের শব্দ পেয়েছি। সকালে শুনছি এই ঘটনা।” বিষয়টা মৃত্যু নাকি খুন তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।