বরুণ সেনগুপ্ত: মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত! বিস্ফোরক পার্থ ভৌমিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করছেন অর্জুন সিং। এমনটাই মনে করছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এই মর্মে বিভিন্ন থানায় অর্জুন সিং-এর নামে দায়ের করা হয়েছে অভিযোগও।
নেপালের গণঅভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে অর্জুন সিং বলেন, যেভাবে ১৮ থেকে ৩০ বছরের যুবকেরা রাস্তায় নেমে আন্দোলন করছে, সেইভাবে বাংলাতেও আন্দোলন হওয়া উচিত। আর বিনা রক্তপাতে কোনও আন্দোলন হয় না। অর্জুন সিংয়ের এই মন্তব্যে কারণেই ব্যারাকপুরের তৃণমূল সংসদ মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার গভীর চক্রান্ত চালানো হচ্ছে।
যদিও তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অর্জুন সিং। তাঁর দাবি, একটা বা দুটো কেন, ৪০০ থানায় এফআইআর করুক। অর্জুন সিংয়ের সাফ জবাব, তিনি যে কথা বলেছেন সেখান থেকে তিনি পিছু হটবেন না। এমনকি ৪০০টা এফআইআর না হলে তাঁর মানসম্মান থাকবে না! এমনটাও দাবি করেন অর্জুন সিং।