• সম্পত্তি নিয়ে অশান্তি, মৃত্যু নিশ্চিত করতে শ্বশুরকে বারবার সিঁড়ি থেকে ধাক্কা! গলফগ্রিন কাণ্ডে হাড়হিম তথ্য
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: গলফগ্রিন কাণ্ডে প্রকাশ্যে হাড়হিম তথ্য। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ শ্বশুরকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জামাই। তারপর মেয়ে-জামাই একসঙ্গে ফিরে যায় নিজের বাড়ি। কিন্তু কেন? নেপথ্যে উঠে আসছে সম্পত্তি নিয়ে অশান্তির তত্ত্ব।

    গলফগ্রিনে মৃত বৃদ্ধের নাম শমীককিশোর গুপ্ত। অসু্স্থ স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে কলাবাগান এলাকার বাড়িতে থাকতেন তিনি। শনিবার সকালে বাড়ি থেকেই বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। এরপরই গ্রেপ্তার করা হয় মৃতের জামাই সঞ্জিত দাসকে। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে সঞ্জিত। ঠিক কী ঘটেছিল জানিয়েছে সেকথাও। জানা গিয়েছে, সম্প্রতি সম্ভবত রাজমিস্ত্রির কাজে বৃদ্ধের বাড়ি গিয়েছিল সঞ্জিত। সেখানেই শমীককিশোরের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। দিন কুড়ি আগে বিয়ে হয় তাঁদের। এরপর সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যায় যুবক।

    জানা যাচ্ছে, প্রতিদিন বাবা-মায়ের রান্না করতে বাড়ি যেতেন মৃতের মেয়ে। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিয়ের পর থেকেই শ্বশুর ও শ্যালকের সঙ্গে অশান্তি চলছিল সঞ্জিতের। শুক্রবার তা চরমে ওঠে। পুলিশের দাবি জেরায় ধৃত জানিয়েছে, অশান্তির সময়ই শ্বশুরকে সিঁড়ি থেকে ফেলে দেয় জামাই। রক্তাক্ত অবস্থায় আবার তাঁকে তুলে এনে বিছানায় রাখে। এরপর মৃত্যু নিশ্চিত করতে আবার সিঁড়ি থেকে ফেলে দেয় সে। এরপর চম্পট দেয় স্বামী-স্ত্রী। কিন্তু তাতেও শেষরক্ষা হল না।
  • Link to this news (প্রতিদিন)