• পুরীর সমুদ্র সৈকতের কাছে কলেজছাত্রীর গণধর্ষণ, হাত বেঁধে রাখা হলো সঙ্গীর, গ্রেপ্তার ৩
    এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • পুরীর সমুদ্র সৈকতের কাছে ১৯ বছর বয়সি এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর সঙ্গে আরও অনেকে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের ধরতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

    চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ জানিয়েছে এক পুরুষ সঙ্গীর সঙ্গে নিভৃতে কিছুটা সময় কাটাতে ব্রহ্মগিরি থানা এলাকার বলিহারচণ্ডী মন্দিরের কাছে এক জায়গায় গিয়েছিলেন ওই কলেজছাত্রী। সেই সময়েই এই ঘটনা ঘটে।

    প্রথমে স্থানীয় এক দল যুবক তাদের ছবি এবং ভিডিয়ো তোলে। তার পরে সেই ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কলেজছাত্রী ও তাঁর সঙ্গীর কাছ থেকে টাকা চায়। তারা টাকা দিতে অস্বীকার করেছিল। এর পরেই ওই যুবকদের দু’জন ওই ছাত্রীকে ধর্ষণ করে।

    ঘটনাটি শনিবার ঘটলেও, যৌন নির্যাতনের যন্ত্রণা কাটিয়ে সোমবার সন্ধ্যায় নির্যাতিতা ব্রহ্মগিরি থানায় এই বিষয়ে একটি FIR দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁকে ধর্ষণের আগে ওই যুবকরা তাঁর পুরুষ সঙ্গীর হাত বেঁধে দিয়েছিল। পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরে অবিলম্বে ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

    এর আগে ১৫ জুন গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতেও আরও একটি ধর্ষণ হয়েছিল। পুলিশের মতে সেই ঘটনার সঙ্গে পুরীর ঘটনাটির অনেক সাদৃশ্য রয়েছে। সেই গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পরে ওডিশার সমুদ্র সৈকত এলাকাগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

  • Link to this news (এই সময়)