• প্রত্যেক ICU শয্যার সঙ্গে ভেন্টিলেটর, কলকাতার বুকে এক টুকরো আরোগ্য নিকেতন ডিসান
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসান হাসপাতাল মানেই কলকাতার বুকে এক টুকরো আরোগ্য নিকেতন। একদিকে যেমন পূর্ব ভারতের আধুনিক চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান ডিসান, অন্যদিকে রোগীর প্রতি দায়বদ্ধতায় ডিসানের জুড়ি মেলা ভার। এখানে রয়েছে সবচেয়ে আধুনিক আইসিইউ ইউনিট। প্রত্যেক আইসিইউ শয্যার সঙ্গে রয়েছে একটি করে ভেন্টিলেটর। জীবনদায়ী ওষুধের ব্যবস্থা, সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষ প্রোটোকলও। যাতে করে গুরুতর অসুস্থ রোগীরা সর্বোত্তম চিকিৎসা পান।

    যে কারণগুলিতে আপনি ডিসানে চিকিৎসা করাতে আসবেন, সেগুলির মধ্যে রয়েছে রোগী-চিকিৎসক সঠিক অনুপাত। ২৪X৭ গুরুতর রোগের চিকিৎসক, টেকনিসিয়ানস এবং নার্সের উপস্থিতি। অত্যাধুনিক মনিটরিং এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এনএবিএইচ গাইডেড, প্রটোকল মেনে চলা।

    ডিসানে আছে ২৪X৭ এমারজেন্সি এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোমা, দুর্ঘটনা এবং আগুনে পোড়া রোগীকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হয়। কলকাতা এবং জেলা মিলিয়ে ডিসানের রয়েছে তিন শতাধিক অ্যাম্বুল্যান্স। কলকাতার সবচেয়ে আধুনিক বার্ন ইউনিট (অগ্নিদগ্ধদের চিকিৎসা বিভাগ) রয়েছে ডিসানে। এই বিভাগে রয়েছে আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড, স্টেরাইল ড্রেসিং রুম, সর্বক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি, লেভেল ওয়ান ট্রমা কেয়ার ইত্যাদি।

    দেখুন ভিডিও: 
  • Link to this news (প্রতিদিন)