• অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: একের পর এক ধারালো অস্ত্রের কোপে মৃত অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করল যুবক। বাধা দিতে এসে আক্রান্ত মা। ঘটনা উত্তরপ্রদেশের লখনউতে। জানা যাচ্ছে, অভিযুক্ত যুবকের নাম অঙ্কুর লোধি। দাশৌলি গ্রামে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকে সে। বুধবার অঙ্কুরের বাড়িওয়ালা বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিল। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সেখানেই প্রসাদ বিতরণ করছিল সে। সেখান থেকে ঘরে আসার পরই স্ত্রী নীলমের (২২) সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ে। তখনই ঘরের এক কোণে থাকা একটি ধারলো অস্ত্র দিয়ে সাত মাসের অন্তঃসত্ত্বাকে একের পর এক কোপ মারে যুবক।  তাতেই মৃত্যু হয় ওই যুবতীর। অঙ্কুরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)