• ট্যাংরায় তরুণীর রহস্যমৃত্যু! আবাসনের সামনে পড়ে রক্তাক্ত দেহ, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: দেবীপক্ষে খাস কলকাতার বুকে মর্মান্তিক কাণ্ড। ক্যানাল সাউথ রোডের অভিজাত আবাসন থেকে পড়ে মৃত্যু তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু নিছক দুর্ঘটনা নাকি আত্মঘাতী হয়েছেন তরুণী? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, মৃতার নাম গোরিমা লাধা। বয়স ২৬ বছর। বছর খানেক আগে গোরিমা নামে ওই তরুণী মা, বাবা ও বোনের সঙ্গে ট্যাংরা থানা এলাকার ক্যানাল সাউথ রোডের অভিজাত আবাসনে আসেন। সেখানেই থাকতেন তাঁরা। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘরে ঘুমোতে যান ওই তরুণী। সোমবার সকালে আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

    কিন্তু কীভাবে মৃত্যু? পুলিশ সূত্রে খবর, একাধিক বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন গোরিমা। ঘর থেকে মিলেছে যুবতীর হাতে থাকা তাবিজ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যার আগে নিজেই তাবিজ খুলে রাখেন গোরিমা। তারপর মরণঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
  • Link to this news (প্রতিদিন)