বোরখা পরে হিন্দু বান্ধবীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা মুসলিম যুবকের, লাভ-জিহাদ বলে সোচ্চার স্থানীয়রা, গ্রেপ্তার প্রেমিক...
আজকাল | ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মনের মানুষের সঙ্গে দেখা করার তাড়না, শেষপর্যন্ত বোরখা পরে বান্ধবীর বাড়ির সামনে গিয়ে ধরা পড়লেন প্রেমিক! ঘটনাটি উত্তর প্রদেশের দেওরিয়ার।
এলাকাবাসীর কথায়, একজনকে রাতে বোরখা পরে পাড়ায় ঢুকতে দেখা যায়। তাঁর আচরণ দেখে অবশ্য সন্দেহ দানা বাঁধে। এরপরই স্তানীয়রা একজোট হয়ে বোরখা পরিহিতের কাছে যান। জিজ্ঞাসাবাদেই সব রহস্যের পর্দা ফাঁস। জানা যায়, সেই বোরখা পরিহিতা মহিলা নন, একজন পুরুষ! কেন হঠাৎ ছন্দবেশে এলাকায় ঘোরাঘুরি করছে সে?
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, প্রেমিকার টানেই এই পদক্ষেপ। বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যই বোরখা পরেছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার একটি ভিডিও-তে দেখা যায় যে, রাস্তায় থাকা লোকটিকে সন্দেহজনক আচরণ করার কারণে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করছেন এলাবাসী। নিজেকে সুহেল হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি পিপারওয়ারির বাসিন্দা। আর সহপাঠী-ই তাঁর বান্ধবী।
তবে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সুহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মহিলার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এই ঘটনাটিকে নিয়ে অনলাইনে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে চার্চা চলছে। বেশ কয়েকজন স্থানীয় ঘটনাটিকে 'লাভ জিহাদ'-এর সঙ্গে তুলনা করেছেন।