• ত্বকচর্চায় লঙ্কা বাঁটা, গোপনাঙ্গ পরিষ্কার করেন লঙ্কার গুঁড়ো দিয়ে! যুবকের কীর্তি জানলে চোখ কপালে উঠবে...
    আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেঘালয়ের ঘন জঙ্গল আর পাহাড়ের বুক চিরে উঠে এল এক আশ্চর্য কাহিনি, যা নিয়ে এখন সমাজমাধ্যমে চলছে জোর চর্চা। তিনি রাম পিরতু, পূর্ব জয়ন্তীয়া হিলস জেলার বাতাও গ্রামের এক সাধারণ কৃষক। কিন্তু তাঁর অসাধারণ ক্ষমতার কথা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

    স্বাস্থ্য সচেতনতা নিয়ে যখন বিশ্বজুড়ে নানা আলোচনা, ঠিক তখনই রামের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক বৈঠকে প্রায় ১০ কেজিরও বেশি শুকনো লঙ্কা অনায়াসে খেয়ে ফেলছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর চোখে এক ফোঁটা জল নেই, গায়ে নেই এতটুকু ঘাম!

    ভাইরাল হওয়া পোস্টে এ-ও দাবি করা হয়েছে যে, রাম নাকি লঙ্কাগুঁড়ো দিয়ে নিজের গোপনাঙ্গ পরিষ্কার করেন, তা-তেও তাঁর কোনও হেলদোল থাকে না। যদিও এই দাবির সপক্ষে যাচাই করা কোনও তথ্যপ্রমাণ মেলেনি। এটি নিছকই গুজব নাকি সত্যি, তা এখনও স্পষ্ট নয়।

    রাম পিরতুর এই অদ্ভুত ক্ষমতার কথা প্রথম প্রচারের আলোয় আসে ২০২১ সালে। স্থানীয় একটি ভিডিওতে তাঁকে বস্তা বস্তা লঙ্কা খেতে দেখা গিয়েছিল। "মেঘালয়ের এই ব্যক্তি একবারে ১০ কেজি লঙ্কা খেতে পারেন" -এই শিরোনামে ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে আপলোড হতেই লক্ষ লক্ষ মানুষ তা দেখেন।

    পঞ্চাশোর্ধ্ব কৃষক রাম বলেন, "লঙ্কা আমার জীবনের একটা অংশ। ছোটবেলা থেকেই খাচ্ছি, এখন আর কোনও ঝালই লাগে না।"

    তাঁর এই চমকে দেওয়া ক্ষমতার কথা জানাজানি হতেই বহু মানুষ তাঁর পরীক্ষা নিতে শুরু করেন। একটি অনুষ্ঠানে তাঁর সারা গায়ে লঙ্কার পেস্ট মাখিয়ে দেওয়া হয়, এমনকী গোপনাঙ্গের চারপাশেও মাখা হয় লঙ্কা। কিন্তু তাতেও বিন্দুমাত্র অস্বস্তি হয়নি তাঁর। বাতাও গ্রামের বাসিন্দারা জানান, রামের খাদ্যতালিকার প্রায় পুরোটাই লঙ্কা-নির্ভর- ভাত, আনাজপাতি, সবেতেই থাকে লঙ্কার ঝাঁঝ।

    রামের জীবনযাত্রা যেন কোনও সুপারহিরোর চেয়ে কম নয়। সকালে ঘুম থেকে উঠে লঙ্কা-চা, দুপুরে ভাতের সঙ্গে লঙ্কা-মাংস এবং সন্ধ্যায় কাঁচা লঙ্কা চিবিয়ে খান তিনি। তাঁর কথায়, "লঙ্কাই আমার ওষুধ। কোনও কিছুই আমাকে অসুস্থ করতে পারে না।"

    মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ে লঙ্কার চাষ বেশ প্রচলিত। কিন্তু রামের মতো এমন আশ্চর্য মানুষ সেখানে আর দ্বিতীয় কেউ নেই। আপাতত তাঁর সেই পুরনো ভিডিও ঘিরেই নতুন করে মেতে রয়েছে নেটদুনিয়া।
  • Link to this news (আজকাল)