• LIVE: ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে রুপো জয় মীরাবাঈ চানুর
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৫
  • ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ চানু। এই নিয়ে এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার রুপো জিতলেন চানু।

    ভারী বৃষ্টির সতর্কতা সত্ত্বেও ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। ফলে দুর্গাপুর থেকে ৫৯ হাজার কিউশেখ জল ছাড়া শুরু হয়েছে। মাইথন এবং পাঞ্চেতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ৬৫০০০ করা হয়েছে। জারি কমলা সতর্কতা । ঝাড়খন্ড এবং বিহারে বৃষ্টি হওয়ায় তেনু ঘাটেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।

    সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন পরিবেশ কর্মী ও সোশ্যাল ওয়ার্কার সোনম ওয়াংচুক।

    বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার কাঠের ব্রিজের কাছে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে পড়ে ঘটনাস্থল। গলার নলি কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেহ দেখেই তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়।

    অশান্তির আঁচ শেষে ছন্দে ফিরছে অশান্ত লাদাখ। আজ থেকে খুলছে স্কুল, কলেজ। খুলবে মার্কেটও। লেহ-তে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে বাজার।

    তামিলনাড়ুতে ছড়াল বোমাতঙ্ক। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়ি-সহ বিজেপি সদর দপ্তর, অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা বিস্ফোরণের হুমকি। তদন্তে নেমেছে পুলিশ।

    আজ একাদশী। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে বৃষ্টির তাণ্ডবে বিসর্জনের শোভাযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা।

  • Link to this news (এই সময়)