• পার্টির জন্য ডেকে শিক্ষিকাকে গণধর্ষণ, ধৃত ৪ অভিযুক্ত
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • গুরুগ্রাম: পার্টির জন্য ডেকে পাঠিয়েছিল বন্ধু। ওই  জিম ট্রেনারের আমন্ত্রণে সাড়া দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছেছিলেন বিদেশি ভাষার শিক্ষিকা। সেখানে সুযোগ পেয়ে তাঁকে ধর্ষণ করল ওই বন্ধু ও তার সঙ্গীরা। গুরুগ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২৯ বছরের ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

     জানা গিয়েছে, স্বামীর সঙ্গে গুরুগ্রামেই থাকেন ওই শিক্ষিকা। সেপ্টেম্বর মাসে একটি পার্টিতে গৌরব নামে এই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর একাধিকবার তাঁরা দেখাও করেছিলেন। গত ১ অক্টোবর ওই তরুণীকে পার্টির জন্য এক বন্ধুর বাড়িতে ডেকে পাঠায় পেশায় জিম ট্রেনার গৌরব। গভীর রাতে সেখানে পৌঁছন ওই শিক্ষিকা। তারপর গৌরব তাঁকে ধর্ষণ করে। সঙ্গ দেয় যোগেশ, নীরজ ও অভিষেক নামে আরও তিন যুবক। পেশায় তারাও জিম ট্রেনার। পুলিশ জানিয়েছে, গৌরব হিমাচলের বাসিন্দা। যোগেশ ও অভিষেক মহেন্দ্রগড় এবং নীরজ প্রয়াগরাজের বাসিন্দা। পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার জানিয়েছন, চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। 
  • Link to this news (বর্তমান)