দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে হোটেলে ডেকে ধর্ষণ, এক মাস ধরে ব্ল্যাকমেল! পলাতক অভিযুক্ত ‘বন্ধু’
প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আদর্শ নগর এলাকায় একটি হোটেলে ডেকে ধর্ষণ করা হল এক ডাক্তারি পড়ুয়াকে! ১৮ বছর বয়সি ওই তরুণীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ের বাড়ি হরিয়ানায় জিন্দে। পঠনপাঠন সূত্রে দিল্লির একটি হস্টেলে থাকছিলেন তাঁরা। তাঁদের মধ্যে বন্ধুত্বও দীর্ঘ দিনের। এর মধ্যে গত ৯ সেপ্টেম্বরে তরুণীকে আদর্শ নগরের একটি হোটেলে ডেকে পাঠান ২০ বছরের যুবক। সেই সময় তরুণীকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রেকর্ড করা ছবি এবং ভিডিওর মাধ্যমে তাঁকে এক মাস ধরে যৌন কার্যকলাপে বাধ্য করা হয় বলেও অভিযোগ।
ব্ল্যাকমেল আর সহ্য করতে না পেরে গোটা বিষয়টি পরিবারকে জানান তরুণী। এরপর গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক সম্প্রতি দিল্লিতে থাকছিলেন। দিল্লির মুখার্জি নগর এলাকায় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে এলাকায় অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।