• স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী বৃদ্ধ, চাঞ্চল্য জলপাইগুড়িতে
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই বিষয়টি সামনে এসেছে বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    জানা গিয়েছে, রাজগঞ্জের পানিকৌরি এলাকার বাসিন্দা ওই বছর ৬০ বয়সী অভিযুক্ত বৃদ্ধ। সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রী একই এলাকার বাসিন্দা। অভিযোগ, মাস খানেক আগে ওই ধর্ষণের ঘটনা ঘটেছিল। ওই বৃদ্ধের বাড়িতে গিয়েছিল কিশোরী। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই বৃদ্ধ ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মুখবন্ধ রাখতে স্কুলছাত্রীকে ভয় দেখানোও হয়! ভয়ের কারণে কাউকে কিছু বলেনি ওই ছাত্রী।

    গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়েছিল ওই ছাত্রী। পরিবারের লোকেদের সন্দেহ হয়। গতকাল, শুক্রবার পরিবারের সদস্যরা তাকে নিয়ে রাজগঞ্জ হাসপাতালে যান। সেখানেই শারীরিক পরীক্ষায় দেখা যায় ওই ছাত্রী অন্তঃসত্ত্বা। হতবাক হন পরিবারের সদ্যসরা। ওই ছাত্রীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়। পরে ওই ছাত্রী মাসখানেক আগের ওই ঘটনার কথা পরিবারের লোকদের জানায়। কালবিলম্ব না করে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ, শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)