• যোগীরাজ্যে দলিত ছাত্রী গণধর্ষিতা
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • লখনউ (পিটিআই): ফের গণধর্ষণ যোগীরাজ্যে! শনিবার ১৬ বছর বয়সি এক দলিত পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল লখনউয়ে। জানা গিয়েছে, এদিন দুপুরে এক পরিচিতের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী । কথা বলার জন্য বানতারায় আমবাগানের কাছে দাঁড়িয়েছিল তারা। পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে হাজির হয়ে নাবালিকার সঙ্গীকে মারধর করে। তিনি সেখান থেকে পালিয়ে যান। এর পরেই কিশোরীকে গণধর্ষণ করা হয়। ইতিমধ্যে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের ধরতে বেশ কয়েকটি টিম গঠন করেছে পুলিশ। তারা স্থানীয় বাসিন্দা বলে অনুমান।
  • Link to this news (বর্তমান)