আফগান বিদেশমন্ত্রীর অভ্যর্থনায় মৌলবি, স্ত্রী ও দুই সন্তানকে মসজিদের মধ্যেই খুন উত্তরপ্রদেশে
প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাক্কিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন স্বামী। সেই সুযোগে মসজিদে ঢুকে মৌলবির স্ত্রী ও দুই শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকায় গাঙ্গলোনি গ্রামে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজফফরনগরের সুন্না গ্রামের বাসিন্দা ওই মৌলবি ইব্রাহিম গাঙ্গলোনি গ্রামের মসজিদে নামাজ পড়াতেন। সেখানেই মসজিদে থাকতেন তাঁর স্ত্রী ইসরানা, দুই কন্যা সোফিয়া ও সুমইয়্যা। তাঁদের বয়স যথাক্রমে ৫ এবং ২ বছর। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, শনিবার মসজিদে নামাজ পড়তে গিয়ে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। মিরাটের ডিআইজি নিজে ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন সমস্ত কিছু। পুলিশের দাবি, আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন ইব্রাহিম। সেই সুযোগেই এই হত্যাকাণ্ড চালানো হয়। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ড চালাতে মসজিদের সমস্ত সিসিটিভি আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। অনুমান করা হচ্ছে, এই পরিবারের ঘনিষ্ঠ কেউ এই হত্যাকাণ্ড চালিয়েছে। অপরাধীর খোঁজ পেতে পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
স্থানীয়দের তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও সকাল ১১টা নাগাদ মসজিদে নামাজ পড়তে এসেছিলেন স্থানীয়রা। নিচ থেকে একাধিকবার মৌলবিকে ডাকা হলেও তিনি আসেননি। এই অবস্থায় খোঁজ নিতে উপরে যান কয়েকজন। সেখানেই মৌলবির স্ত্রী ও দুই কন্যার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। কে বা কারা এই খুন করেছে তার তদন্ত চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড। মৌলবি ইব্রাহিমকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।