• কেউ বড় ভাই নয়! নীতীশকে সম্মান দিয়েই বিহারে আসনরফা সারল NDA
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এই আসনরফা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর। 

    বিহার নির্বাচনে বিজেপির ইনচার্জ ধর্মেন্দ্র রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে জানান, ‘আসনবণ্টন নিয়ে সমঝোতা সেরে ফেলেছে এনডিএ শরিকরা। শান্তিপূর্ণভাবেই এই আসনরফা মেনে নিয়েছে সকলে। বিহারে ফের সরকার গড়বে এনডিএ।’ ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে হিন্দুস্তানি আওয়াম মোর্চাও।

    যদিও বিহারের বিধানসভা নির্বাচনে আসনবণ্টন নিয়ে এনডিএর মধ্যে বিতণ্ডা কিছু কম হয়নি। নীতীশ সাফ জানিয়ে দিয়েছিলেন, বিজেপি যে সংখ্যক আসনে লড়বে, তার চেয়ে একটি হলেও বেশি আসন ছাড়তে হবে জেডিইউকে। ২০৫টি আসন নিয়ে দুই দলের মধ্যে ভাগাভাগি হবে, এমনটাই নীতীশের দাবি ছিল। পরিস্থিতি সামাল দিতে পাটনায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন নীতীশের সঙ্গে। শেষ পর্যন্ত নীতীশের দাবি খারিজ করেছে বিজেপি। সমান সংখ্যক আসনে লড়বে দুই দল।

    বিজেপি-জেডিইউর এই ‘ইগো’র যুদ্ধে অবশ্য বাজিমাত করে ফেললেন চিরাগ। এলজেপিকে ২৫টি আসন ছাড়া হবে বলে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চিরাগের দল লড়বে ২৯টি আসনে। জিতনরাম মাঝিকেও সাতের বদলে ৬ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে এনডিএ শিবিরে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি ৭৪টি। জেডিইউ পেয়েছিল ৪৩টি। তা সত্ত্বেও নীতীশের দলকে সমান আসন ছাড়ল বিজেপি।
  • Link to this news (প্রতিদিন)