নাবালিকা মেয়ের সামনেই স্ত্রীকে গুলি করে খুন! উত্তরপ্রদেশে পলাতক যুবকের খোঁজে পুলিশ
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। নাবালিকা মেয়ের সামনে স্ত্রীকে গুলি করে খুন করলেন যুবক। তীব্র বচসার পরে মেজাজ হারান অভিযুক্ত ব্যক্তি। এরপর মেয়ের সামনেই স্ত্রীকে গুলি করেন তিনি! গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে যোগীরাজ্যের পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের আজনারা সোশাইটিতে। মৃতা বছর ৪৫-এর রুবি। তাঁকে খুনের অভিযোগ স্বামী ৪৮ বছরের বিকাশ সেরাওয়াতের বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতে ছিল না রুবি-বিকাশের বড় মেয়ে কাব্য। সে স্কুলে গিয়েছিল। যদিও বাড়িতে ছিল ১১ বছরের নাব্য। স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র অশান্তির পর নাব্যর সামনেই রুবিকে গুলি করেন বিকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণী।
পুলিশের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বিকাশ মাদকাসক্ত। দাম্পত্য কলহের জেরে গত এক মাস আলাদা থাকছিলেন রুবি। কিন্ত মঙ্গলবার সকালে পাশপার্টে ও আধার কার্ড নিতে ফ্ল্য়াটে ফিরেছিলেন তিনি। তখন ফের উভয়ের মধ্যে ঝগড়া বাধে। এক সময় মেজাজ হারিয়ে রুবিকে গুলি করে বিকাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। তাঁর খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।