• Breaking News LIVE: গোয়ার কৃষিমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েকের জীবনাবসান
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৫
  • বিহার নির্বাচনে তাঁর দল লড়লেও প্রার্থী হচ্ছেন না তিনি বলে জানিয়ে দিলেন জন সুরজ সুপ্রিমো প্রশান্ত কিশোর।

    নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক সেতুর রেলিং ভেঙে নদীতে গড়িয়ে পড়ল। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার চালসার কুর্তি সেতুতে। ঘটনার পর এলাকায় ভিড় জমে যায়। তবে চালকের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

    মৃত্যুর আটদিনের মাথায় হরিয়ানার আত্মঘাতী ওয়াই পূরণের ময়নাতদন্তে সম্মতি পরিবারের। জানা গিয়েছে, বুধবার বিকেলেই হবে তাঁর শেষকৃত্য।

    প্রয়াত গোয়ার কৃষিমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক। পারিবারিক সূত্রে খবর, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    জলীয় বাষ্পপূর্ণ বাতাস সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় শুকনো টান অনুভূত হতে শুরু করেছে। বর্ষা বিদায় নিলেও এখনও পিছু ছাড়েনি নিম্নচাপ। ১৯ অক্টোবর আরব সাগরে কেরালা উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ওই নিম্নচাপটি সরে গেলে বাতাস আরও শুকনো হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

    শিশুপুত্রের মা ও বাবা ও দিদাকে কে ভুল বুঝিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর থেকে শিশুপুত্রকে নিয়ে এক যুবতী পালিয়ে যায় বলে অভিযোগ উঠে।অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার যুবতী ও তাঁর মা।

  • Link to this news (এই সময়)