• বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে এবার লিও মেসি! মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বড় অর্থসাহায্য...
    আজকাল | ১৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ব্যাপক বন্যায় ছারখার হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে সেতু, ধূলিসাৎ হয়ে গিয়েছে বহু বাড়িঘর। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের আগের জীবনে ফেরার চেষ্টায় সেখানকার বাসিন্দারা। উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার সামনে এল এক নতুন ঘোষণা। আগামী ডিসেম্বরে কলকাতায় আসছেন তারকা ফুটবলার লিওনেল মেসি।

    জানা গিয়েছে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবেন মেসি। লিওকে যিনি কলকাতায় যিনি আনছেন সেই শতদ্রু দত্ত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেই ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন স্বয়ং মেসি। শহরে এসে মেসি যে যে কার্যকলাপে অংশ নেবেন তার মধ্যে এটি অন্যতম।

    বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।
  • Link to this news (আজকাল)