• কৃষকদের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, প্রাণে বাঁচতে গাছের মগডালে আশ্রয় গ্রামবাসীদের
    আজকাল | ১৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহীশূর জেলার সারাগুর তালুকের বাদগালাপুরা গ্রামে বাঘের আক্রমণের একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, গ্রামবাসীরা বাঘের হাত থেকে নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। প্রাণ রক্ষায় গ্রামবাসীরা গাছের মগডালে উঠে পড়েছেন। কিন্তু নাছোড় দক্ষিণরায়-ও। গ্রামবাসীদের কাবু করতে মরিয়া বাঘ বাজাজিও।

    বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ৩৪ বছর বয়সী এক কৃষক মহাদেব গুরুতর আহত হন। মর্মান্তিক ফুটেজে দেখা যায় যে, বাঘটি কাছের এক ঝোপ থেকে উঠে মাঠে কাজ করা একদল লোকের উপর ঝাঁপিয়ে পড়ছে। আক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ লোকই তখন গাছে উঠে পড়েছে। গাছের উপর থেকেই চলছে বাঘকে লাথি মারা। কিন্তু মহাদেব পালাতে পারেননি। ফলে বাঘ তাঁকেই নিশানা করে। ঝাঁপিয়ে পড়ে তার উপর। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বাঘটি মহাদেবকে টেনে মাটিতে ফেলে তাঁর মুখ ও মাথা কামড় বসায়। ফলে গুরুতর আহত হন তিনি। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

    গ্রামবাসীরা জানিয়েছেন যে, এলাকায় বারবার বাঘ ঢুকে পড়ার কারণে তারা বিগত কয়েক সপ্তাহ অত্যন্ত ভয়ে দিন কাটাচ্ছিলেন। আক্রমণের পরে বাঘের খোঁজে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে ধরার জন্য চিরুনি অভিযান চালিয়েছে। কিন্তু বাঘের দেখা মেলেনি! ক্ষুব্ধ স্থানীয়রা বন কর্মকর্তাদের চরম অবহেলার অভিযোগ এনে বলেন, আগে থেকে দ্রুত ব্যবস্থা নিলে এই আক্রমণ রোধ করা যেত।

    বন কর্তৃপক্ষ অবশ্য লোকালয়ে ঢুরে পড়া বাঘটিকে খুঁজে বের করার এবং শান্ত করার প্রচেষ্টা জোরদার করেছে। আরও আক্রমণ রোধ করার জন্য অঞ্চলজুড়ে কুনকি হাতি এবং ড্রোন মোতায়েন করেছে।

     
  • Link to this news (আজকাল)