• Breaking News Live: সাতসকালে চলল গুলি, সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের উপর হামলা
    এই সময় | ২০ অক্টোবর ২০২৫
  • কালীপুজোর সকালে গুলি চলল সল্টলেকে। বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এবং বিধাননগর INTUC প্রেসিডেন্ট নির্মল দত্তের উপরে সকাল সাড়ে সাতটা নাগাদ দুষ্কৃতী হামলার অভিযোগ। নির্মল দত্তকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি সল্টলেক ৩৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই ঘটে। বাইপাসের ধারে এই ওয়ার্ড অফিস।

    প্রত্যাশা মতোই শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্ট সোমবার ওপেনিং হলো দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। এ দিন বাজার খুলেই সেনসেক্স বেড়েছে ০.৭৯ শতাংশ বা ৬৭০ পয়েন্ট। নিফটি৫০ বেড়েছে ০.৮২ শতাংশ বা ২১০ পয়েন্ট। এ নিয়ে টানা চার সেশনে বৃদ্ধির ধারার অব্যাহত থাকল দালাল স্ট্রিটে।

    সকাল থেকেই শুরু আলোর উৎসবের উদযাপন। নরকাসুরকে হারিয়ে কৃষ্ণের জয়। গোয়ায় নরকাসুরের কুশপুত্তলিকা দাহ করে শুরু দিওয়ালির সেলিব্রেশন।

    সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার সন্ধ্যায় সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় প্রত্যুষা কর্মকার নামে চার বছরের ওই শিশুর দেহ। দাদু-দিদা ও পরিচারিকা আটক।

    দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখলেন, ‘দিওয়ালির আন্তরিক শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে ঐক্য, সুখ এবং সমৃদ্ধির আলোয় ভরে তুলুক।’

    সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ভোর ৩টে ৫০ মিনিটে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে যায় একটি বিমান। সমুদ্রে পড়ার আগে একটি গাড়িতে ধাক্কা মারে বিমানটি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি যাত্রিবাহী না হওয়ায় এড়ানো গিয়েছে আরও বড় বিপদ।

  • Link to this news (এই সময়)