• শিশুকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ৩ নাবালক
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: ৬ বছরের এক শিশুকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ তিন নাবালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। ওই শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন নাবালককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আজ, সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তিনজনকেই হোমে পাঠানো হয়েছে।

    নির্যাতিত শিশুর বাবার অভিযোগ, তাঁর ছেলের উপর লাগাতার নির্যাতন করা হয়েছে। তাতেই সে অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন ধরে ওই শিশুর তলপেটে যন্ত্রণা শুরু হয়। ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক পরীক্ষার পর চিকিৎসক বুঝতে পারেন ওই শিশুর উপর যৌন নির্যাতন করা হয়েছে। সেকথা পরিবারের লোকজনকে জানানো হয়। স্তম্ভিত হয়ে যান শিশুর বাবা। পরে ওই শিশুকে প্রশ্ন করতে আসল ঘটনা জানা যায়।

    বেশ কিছুদিন ধরেই ওই শিশুর উপর নির্যাতন চলছিল বলে অভিযোগ। যৌন নির্যাতনে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করত বলেও অভিযোগ। কাউকে কিছু বললে ফল খারাপ হবে, এই হুমকিও দেওয়া হয়েছিল! সেজন্যই ভয়ে বাড়ির কাউকে কিছু জানায়নি ওই শিশু। ওই ৩ নাবালক এলাকারই বাসিন্দা। ওই শিশুকে মাঝেমধ্যে তারা বাড়ি থেকে ডেকেও নিয়ে যেত। পরিচিত বলে শিশুর অভিভাবকরাও কোনও সন্দেহ করেননি। অভিযোগ, রবিবার বিকেলেও অভিযু্ক্ত তিনজন ওই শিশুকে ডেকে নিয়ে যেতে চায়। তখনই তাদের পাকড়াও করা হয়। তারপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুর বাবা। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই তিন নাবালককে। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় হতবাক।
  • Link to this news (প্রতিদিন)