• ফের যোগীরাজ্য প্রস্রাব চাটতে বাধ্য করা হল দলিত প্রবীণকে!
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • লখনউ: যোগীরাজ্যে ফের হেনস্তার শিকার দলিত বৃদ্ধ। মন্দির অপবিত্র করার দায়ে মারধরের পাশাপাশি বৃদ্ধকে নিজের প্রস্রাব চাটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চাপের মুখে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ অক্টোবর লখনউয়ের কাকোরি থানার পুরানি বাজার এলাকার শীতলা মন্দিরের চাতালে বসেছিলেন রামপাল রাওয়াতকে নামে অসুস্থ ওই বৃদ্ধ । বেখেয়ালে মন্দিরের  চাতালে প্রস্রাব করে ফেলেন। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। বয়সের তোয়াক্কা না করে রামপালকে মারতে শুরু করেন তাঁরা। এরপর মন্দিরের চাতালে পড়ে থাকা প্রস্রাব চাটতে হয় বৃদ্ধকে।  তাঁর অভিযোগের ভিত্তিতে স্বামীকান্ত নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে, দলিত বৃদ্ধের নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একযোগে নিন্দায় সরব বিরোধী দলের নেতারা। চাপের মুখে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)