• এবার যৌন হেনস্তায় নাম পার্কস্ট্রিট ‘গণধর্ষণ’ কাণ্ডে অভিযুক্ত নাসিরের! তদন্তে পুলিশ
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • ফারুক ইসলাম, বিধাননগর: যৌন হেনস্তার অভিযোগে ফের জড়াল পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত সেই নাসির খানের নাম। গত শনিবার রাতে বিধাননগর দক্ষিণ থানা এলাকার একটি নাইট ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্তার ঘটনায় অভিযোগের তির নাসিরের দিকেই। বাধা দেওয়ায় মহিলার ভাইকে বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে ব্যবসায়ী নাসির ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্তু শুরু করেছে।

    ঘটনায় নাসির আদৌ জড়িত কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও নাসিরের দাবি, একই রকম ঘটনায় আগেই বদনাম ও অভিযোগ থাকার সুযোগ নিয়েই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, পার্কস্ট্রিট কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান-সহ কয়েক জন এখনও জেলে থাকলেও নাসির এখন বাইরে। এই অবস্থায় তার বিরুদ্ধে আবারও শ্লীলতাহানির অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার নাইট ক্লাবের ঘটনা ঘিরে নাসিরদের বিরুদ্ধে অভিযোগ যেমন দায়ের হয়েছে, তেমনই ওই মহিলা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধেও মারধরের পাল্টা অভিযোগ জমা পড়েছে।

    পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড নিয়ে শহরজুড়ে আলোড়ন ছড়িয়েছিল। পুলিশ তদন্তে নেমে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে। আদালতে শুরু হয় মামলা। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিল রুমান খান, নাসির খান ও সুমিত বাজাজ। তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রশ্ন উঠেছে সংশোধনাগারে থেকেও কি কোনওরকম সংশোধিত হননি নাসির? 
  • Link to this news (প্রতিদিন)