• Breaking News Live: ‘অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল’, SIR-এর পক্ষে সওয়াল দিলীপের
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • SIR নিয়ে সরগরম বাংলার রাজনীতি। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে তৃণমূল। এই আবহে রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। তাই SIR-এর বিরোধিতা করছে।’

    সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভিডিয়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর কথায়, ‘একসময়ে বিহারি বলে অপমান করত। এখন বিহারে সম্মানের বিষয়।’ কেন্দ্রে ও রাজ্যে এনডিএ সরকার থাকায় বিহারের উন্নয়নের গতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।

    পাকিস্তানে খতম হাফিজ সইদের ঘনিষ্ঠ লস্কর-ই-তৈবার জঙ্গি শেখ মুজাহিদ (২৮)। হামলাকারীদের গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। লাহোর থেকে ৬০ কিলোমিটার দূরে, পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার কোট রাধা কিসান এলাকার ঘটনা। তবে কাসুর জেলা পুলিশের কর্তা ঈশা খানের দাবি, রেহান ও ফৈয়াজ গোষ্ঠীর লোকজনের মধ্যে পুরোনো শত্রুতার জেরে শুক্রবার তুমুল গুলির লড়াই চলছিল। লড়াইয়ের মাঝখানে পড়ে যায় মুজাহিদ। তাতেই গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

    দূষণ ঠেকাতে কড়া পদক্ষেপ করল দিল্লি সরকার। রাজধানীর বাইরে রেজিস্ট্রেশন এবং BS-VI মানদণ্ড পূরণ করতে পারবে না এমন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি পরিবহণ বিভাগের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই।

    আমেরিকার মিশিগানে জঙ্গি হামলার চেষ্টা রুখে দিল এফবিআই। শনিবার সকালে X হ্যান্ডলে একটি পোস্টে এমনটাই জানিয়েছেন এইবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল। তিনি জানান, সপ্তাহান্তে বড় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এইবিআই আগেই রুখে দিয়েছে।

    ছত্তিসগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ১৪,২৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। নবনির্মিত বিধানসভা ভবন এবং ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধনেরও কথা রয়েছে তাঁর।

    আকাশ আংশিক মেঘলা থাকবে। শনিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

  • Link to this news (এই সময়)