টিউশন সেরে ফেরার পথে নাবালিকাকে বস্তিতে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, হাড়হিম কাণ্ড দমদমে
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
বিধান নস্কর, দমদম: এবার দমদমে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, দমদমের বাসিন্দা ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল সে। ফেরার সময় এক বন্ধুর সঙ্গে দেখা হয় তার। জানা যায়, কমলাপুর পার্কে বসে দীর্ঘক্ষণ গল্প করে তারা। পরবর্তীতে যায় আরও ২ জন। অভিযোগ, এরপরই তিনবন্ধু মিলে জোর করে নাবালিকাকে টোটোতে তোলে। পালানোর আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি। অভিযুক্তরা নাবালিকাকে নিয়ে যায় দু’নম্বর মতিলাল কলোনির হরিজন বস্তিতে। সেখানকার একটি ঝুপড়িতে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কোনওক্রমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে বাড়ি ফেরে নাবালিকা। তাকে অসুস্থ-বিধ্বস্ত দেখে সন্দেহ হয় পরিবারের। চেপে ধরতেই সবটা জানায় নির্যাতিতা। রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতা। অভিযোগ পেয়েই টোটোচালক-সহ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, “অভিযোগ পেয়েই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি”