• চরমে দাম্পত্য কলহ, রাগে স্বামীর মাথায় শিল-নোড়ার আঘাত স্ত্রীর! ঘটনাস্থলেই মৃত্যু
    প্রতিদিন | ০৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরমে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এই সময় শিলনোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে জয়পুরে। মৃতের নাম গৌরবকুমার সিঙ্ঘল (৪০)। তিনি জয়পুরের বাসিন্দা। বছর চারেক আগে উত্তরপ্রদেশের বাসিন্দা সোনি প্রজাপতের (৩২) সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকে দম্পতি থাকছিলেন জয়পুরেই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল  বলে জানিয়েছেন প্রতিবেশীরা। জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ ফের স্বামী-স্ত্রীর ঝামেলা বাঁধে।

    অভিযোগ সেই সময় রান্না ঘর থেকে শীলনোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে দেন সোনি।  আরও অভিযোগ, একবার নয়, বারবার আঘাত করতে থাকেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৌরব। রক্তে ভেসে যায়  মেঝে। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই গৌরবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা গৌরবকে মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনার পর খবর দেওয়া হয় গৌরবের পরিবারকে। তাঁর দাদা ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সোনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
  • Link to this news (প্রতিদিন)