• BIG BREAKING: লালকেল্লার সামনে গাড়ি-বিস্ফোরণ, মৃত বেড়ে ৮, ঘটনাস্থলে NIA, আতঙ্কে হুড়োহুড়ি
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • লালকেল্লার সামনে গাড়ি-বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় আতঙ্ক ছড়াল রাজধানীতে। গাড়ি বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১২ জন। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। বিস্ফোরণের জেরে পরপর তিনটি গাড়িতে আগুন ধরে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পরেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। মুম্বই এবং গুরুগ্রামেও সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌছেছে NIA। শুরু হয়েছে তদন্ত। রাজধানীর বুকে এই বিস্ফোরণকে জঙ্গি হামলা বলেই আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে পুলিশ বা NIA এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেনি।

    লালকেল্লার সামনে প্রতিদিনই সন্ধ্যায় ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকরা। আসেন স্থানীয় বাসিন্দারাও। এ দিন লালকেল্লার সামনে ভিড় করেছিলেন তাঁরা। আচমকাই ১ নম্বর গেটের কাছে মেট্রোর সামনে পার্ক করা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সবাই।

    বিস্ফোরণের তীব্রতায় পাশের দু’টি গাড়িতেও আগুন ধরে যায়। পরপর তিনটি গাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ। কিছুক্ষণের মধ্যে হাজির হয় দমকলও। স্থানীয় বাসিন্দারাই আহতদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের আশপাশে ভিড় করে রয়েছেন অনেকেই। দিল্লি পুলিশ বলেছে, ‘অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পরপর ৩টি গাড়িতে আগুন ধরে যায়। একটি ভিডিয়োত দেখা যাচ্ছে, ভ্যানের দরজা উড়ে গিয়েছে। কাচ ভেঙে চুরমার। পুরো ছাই হয়ে গিয়েছে আস্ত গাড়িটাই। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    প্রসঙ্গত, এ দিনই দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকে ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তার পরেই সন্ধ্যায় এই বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠছে। নিছক বিস্ফোরণ নাকি জঙ্গি হামলা? প্রশ্ন উঠছে তাও।

  • Link to this news (এই সময়)