লালকেল্লার কাছে বিস্ফোরণ, একাধিক গাড়িতে আগুন, মৃত ৮
বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১০ নভেম্বর: লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে একাধিক গাড়িতে আগুন। মৃত্যু হল ৮ জনের। গুরুতর জখম বেশ কয়েকজন। আজ, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। সেখানে আচমকাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এরপর আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে ছাই হয়ে যায় একাধিক গাড়ি, অটো, টোটো। প্রত্যক্ষদর্শীদের দাবি, লালকেল্লা মেট্রোর সামনে বিস্ফোরণের পরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। ভস্মীভূত হয়ে যায় একাধিক যানবাহন। খবর পেয়ে অকুস্থলে ছুটে আসেন প্রচুর পুলিশ কর্মী। আসে দমকলের ৭টি ইঞ্জিন। ১৫ জনকে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলএনজেপি হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ৮ জনের মৃত্যু হয়। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কীভাবে এই বিস্ফোরণ সে বিষয়ে বিস্তারিতভাবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আপাতত এটি জঙ্গি নাশকতা বলেই মনে করা হচ্ছে। রাজধানীতে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বাজানো হচ্ছে সাইরেনও। বিস্ফোরণস্থলে গিয়েছেন এনআইএ এবং এনএসজি আধিকারিকরা। পৌঁছেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলও। ফরেন্সিক দলও যাচ্ছে বলে সূত্রের খবর। ওই এলাকায় যান চলাচল আপাতত পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত গাড়ি অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।