রাজধানীতে ধারাবাহিক হামলার ছক! দিল্লি কাণ্ডে কানপুর থেকে আটক আরও এক ‘জেহাদি’ ডাক্তার
প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে আরও এক চিকিৎক। ধৃতের নাম মহম্মদ আরিফ। বৃহস্পতিবার সকালে কানপুর থেকে তাঁকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তদন্তকারীদের একটি সূত্রের খবর, তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ধৃত মহিলা চিকিৎসক শাহিন শাহিদের।
সূত্রের খবর, আরিফ হৃদরোগ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর বাড়ি জম্মু ও কাশ্মীরে। কিন্তু বর্তমানে কানপুরে একটি ভাড়াবাড়িতে তিনি বসবাস করছিলেন। অভিযোগ, তিনি শাহিন এবং অন্যান্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। সেই সূত্র ধরেই তাঁকে আটক করা হয়েছে বলে খবর।
অন্যদিকে, তদন্তকারীদের একটি সূত্রের তরফে আরও জানা গিয়েছে, আগামী মাসের ৬ তারিখ দিল্লির ছয় জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল জেহাদিরা। সেই পরিকল্পনায় শামিল ছিল শাহিন, মুজাম্মিল এবং উমর। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে বিভিন্ন রাজ্যের চিকিৎসক পড়ুয়াদের মগজধোলাই করে নিজেদের দলে টানা এবং পৃথক একটি দল গঠন করা, তারপর বিস্ফোরণ তৈরি এবং বিস্ফোরণস্থান চিহ্নিত করা এবং সবশেষে বিস্ফোরকগুলি দলের সদস্যদের মধ্যে ভাগ করে হামলা চালানো। এমনই পরিকল্পনা করেছিল জঙ্গিরা।