সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ নভেম্বর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা চত্বর! ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরমধ্যেই প্রকাশ্যে নতুন সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে প্রায় ৪০ ফুট গভীরে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনও। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মেট্রো চত্বরে।
এক মিনিটের সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রো থেকে নেমে যখন যাত্রীরা বেরিয়ে যাচ্ছেন, সেই সময় হঠাৎ করে কেঁপে ওঠে মেট্রো স্টেশন। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। এমনকী স্টেশনে থাকা একটি ফুডস্টলও বিস্ফোরণে কেঁপে উঠতে দেখা যায়। সেই ভিডিওতেই স্পষ্ট লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণের অভিঘাত কত ছিল।
বলে রাখা প্রয়োজন, গত ১০ নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি গাড়িতে রাখা বিস্ফোরকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জেরে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে।
এই ঘটনাকে ইতিমধ্যে ‘জঙ্গি হামলা’ বলে নিশ্চিত করেছে কেন্দ্র। ঘটনার পরে তদন্তে নামে এনআইএ। রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়। তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়। জানা যায়, ঘাতক গাড়িটির চালক উমর-উন-নবি এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। সেই সূত্র ধরে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে জঙ্গি মডিউলের তথ্যও সামনে আসছে।